০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

করোনা আতঙ্কে প্যারিস যাচ্ছেন না দীপিকা

বিশ্বজুড়ে মাস দুয়েক ধরে নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই এতে আক্রান্ত হয়ে বহু সংখ্যক মানুষ মারা যাচ্ছে। চীনের মত বড় অর্থনৈতিক শক্তির অর্থনীতিও থমকে রয়েছে। যেসকল দেশ এ ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, সেসকল দেশের বড় বড় সভা-সমাবেশ, উৎসব বাতিল করা হচ্ছে। আর এ করোনাভাইরাস আতঙ্কে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন তার প্যারিস সফর বাতিল করেছেন।

ফ্রান্সের প্যারিস শহরে বর্তমানে চলছে প্যারিস ফ্যাশন উইক। উৎসবে দীপিকার কয়েকটি অভিজাত ফ্যাশন হাউজের হয়ে র‍্যাম্পে হাঁটার কথা ছিলো।

দীপিকার প্যারিস সফর বাতিল নিশ্চিতকারী সূত্রটি বলেছে, যেহেতু ফ্রান্সে মাত্রই করোনাভাইরাস প্রবেশ করেছে। তাই ওখানে যাওয়া নিরাপদ নয় কারও জন্যই। তাই দীপিকা তার পূর্ব নির্ধারিত সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

কবির খান পরিচালিত ’৮৩ ছবিতে দীপিকাকে কপিল দেবের স্ত্রী রমি দেবের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে তার বিপরীতে আছেন রনবীর সিং। তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া হলিউডের ছবি ‘দ্য ইনটার্ন’র রিমেকে দেখা যাবে। যেটি নির্মাণ করবেন রিশি কাপুর।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

করোনা আতঙ্কে প্যারিস যাচ্ছেন না দীপিকা

প্রকাশিত : ০১:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০

বিশ্বজুড়ে মাস দুয়েক ধরে নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রতিদিনই এতে আক্রান্ত হয়ে বহু সংখ্যক মানুষ মারা যাচ্ছে। চীনের মত বড় অর্থনৈতিক শক্তির অর্থনীতিও থমকে রয়েছে। যেসকল দেশ এ ভাইরাসের আক্রমণের শিকার হয়েছে, সেসকল দেশের বড় বড় সভা-সমাবেশ, উৎসব বাতিল করা হচ্ছে। আর এ করোনাভাইরাস আতঙ্কে বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন তার প্যারিস সফর বাতিল করেছেন।

ফ্রান্সের প্যারিস শহরে বর্তমানে চলছে প্যারিস ফ্যাশন উইক। উৎসবে দীপিকার কয়েকটি অভিজাত ফ্যাশন হাউজের হয়ে র‍্যাম্পে হাঁটার কথা ছিলো।

দীপিকার প্যারিস সফর বাতিল নিশ্চিতকারী সূত্রটি বলেছে, যেহেতু ফ্রান্সে মাত্রই করোনাভাইরাস প্রবেশ করেছে। তাই ওখানে যাওয়া নিরাপদ নয় কারও জন্যই। তাই দীপিকা তার পূর্ব নির্ধারিত সফরটি বাতিল করতে বাধ্য হয়েছেন।

কবির খান পরিচালিত ’৮৩ ছবিতে দীপিকাকে কপিল দেবের স্ত্রী রমি দেবের ভূমিকায় দেখা যাবে। ছবিটিতে তার বিপরীতে আছেন রনবীর সিং। তিনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন। এছাড়া হলিউডের ছবি ‘দ্য ইনটার্ন’র রিমেকে দেখা যাবে। যেটি নির্মাণ করবেন রিশি কাপুর।

বিজনেস বাংলাদেশ/ এ আর