আগামী ১৭ মার্চের পর দেশে কার্যরত অনলাইন সংবাদ মাধ্যমের নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এক্ষেত্রে প্রথম সারির বা স্বনামধন্য প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেয়া হবে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক প্রয়াত সাংবাদিক মো. শাহ আলমগীরের স্মারক গ্রন্থ ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বুধবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক নেতা মঞ্জরুল আহসান বুলবুল।
মন্ত্রী বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সময়ের দাবি। সংবাদ মাধ্যমের শৃঙ্খলা জরুরি, বিশেষকরে অনলাইন গণমাধ্যমের জন্য এটি আরো বেশি জরুরি। এ উদ্দেশ্য আমরা কাজ করছি। অনলাইন সংবাদপত্র ও আইপি টিভির লাইসেন্সের জন্য যারা আবেদন করেছেন তার তদন্ত চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো তা সম্পূর্ণ করতে পারেনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান প্রমুখ।
এছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি কুদ্দুস আফ্রাদ, প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের সহধর্মীনি ফৌজিয়া আলমগীর, ছোট ভাই, কর্মজীবনের বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























