পরকীয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার পরকীয়া বিরোধী সর্বস্তরের জনসাধারণ।
বুধবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদরের বাণিজ্যিক নগরী চাঁচকৈড়ের প্রধান সড়কে ওই মানববন্ধন হয়। এতে পরকীয়ার প্রভাব সংক্রান্ত নানা দিক তুলে ধরেন বক্তারা।
কর্মসূচির উদ্যোক্তা চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ্ জুয়েল মানববন্ধনে বলেন, দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া প্রেম। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ জাতি ও পরিবার। পরকীয়ার অভিশাপে জর্জরিত আমাদের সমাজ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সাজানো গোছানো সোনার সংসার।
তিনি বলেন, পত্রিকার পাতা খুলতেই চোখে পড়ে পরকীয়ার খবর। পরকীয়ার ফাঁদে আটকা পড়ে আত্মহত্যা করছেন অগণিত নারী ও পুরুষ। এসবের বলি হচ্ছেন নিরপরাধ সন্তান, স্বামী অথবা স্ত্রী। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতা-মাতা এবং পিতা-মাতার হাতে সন্তানের প্রাণ হরণের ঘটনা ঘটছে। বাড়ছে পারিবারিক অশান্তি, ভেঙে যাচ্ছে সংসার।
বাকি বিল্লাহ বলেন, ক্রমেই যেন মহামারী আকার ধারণ করেছে এ পরকীয়া। এসব থেকে মুক্তি পেতে হলে এখনই আমাদের পরকীয়া বিরোধী জোর আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয় আইন কার্যক্রর করতে হবে।
এ সময় অন্যানদের মধ্যে মানববন্ধনে আরও বক্তব্য দেন- আবু তাহের, সেলিম পারভেজ বাবু, অনিক শেখ, রিপন তালুকদার, মাওলানা আব্দুল আলিমসহ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ আরিফ



















