আইসিসির নিষেধাজ্ঞায় আপাতত বাইশ গজ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন সাকিব আল হাসান। হাতে অফুরন্ত সময় থাকায় চলে গেছে লন্ডনে। সেখানে গেল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই নগর প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। সুযোগ হাতছাড়া না করে হাইভোল্টেজ সেই ম্যানচেস্টার ডার্বি দেখতে ওল্ড ট্রাফোর্ডে হাজির বিশ্বখ্যাত এই অলরাউন্ডার।
সাকিবকে সাক্ষী রেখে খেলায় ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের হয়ে অ্যান্থনি মার্সিয়াল ও স্কট ম্যাকটোমিনায়া একটি করে গোল করেছেন।
জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ক্রিকেটের আন্তজার্তিক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব আল হাসান। সে কারণে এই মুহুর্তে ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। তবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও বিভিন্ন পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঠিকই।
একটি আন্তর্জাতিক তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার সঙ্গে যুক্ত রয়েছেন সাকিব। প্রতিষ্ঠানটি ম্যানইউ’র সঙ্গেও সম্পৃক্ত। সেই সুবাদে ইংলিশ দলটির ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে খেলা দেখতে যান ৩২ বছর বয়সী এই তারকা।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























