ইতালির সেনাপ্রধান সালভাতোর ফারিনা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এখন নিজ বাসভবনেই চিকিৎসা নিচ্ছেন। রবিবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
চীনের পর করোনায় এখন সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ হাজার ৩৭৫।
জেনারেল ফারিনা অসুস্থবোধ করলে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, তার শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে ১৪ দিন তার বাড়িতে অন্যদের সংস্পর্শ এড়িয়ে একা থাকার সিদ্ধান্ত নেন।
সালভেতর ফারিনা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এরই মধ্যে দেশটিতে ঘোষণা করা হয়েছে ভারপ্রাপ্ত সেনাপ্রধানের নাম। ফারিনার অবর্তমানে জেনারেল বনাতো এ দায়িত্ব পালন করবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ