০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

১০ রুটে ৭৪টি ফ্লাইট কমিয়েছে বাংলাদেশ বিমান

করোনাভাইরাসের জেরে নানা দেশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ১০টি রুটে ফ্লাইট সংখ্যা কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলাচলকারী ১৪২টি ফ্লাইটের মধ্যে ৭৪টি বাতিল করা হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের আশঙ্কায় যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ রুটের ১৪২টি থেকে ৭৪টি কমানোর পর ৬৮টি ফ্লাইট চালু থাকলো।

এছাড়া কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে সোমবার কাতারের রাজধানী দোহাগামী সকল ফ্লাইট স্থগিত করে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, করোনা আতঙ্কে বাংলাদেশ থেকে কাতারে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে আগত ফ্লাইট করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সাময়িকভাবে বাতিল করে কাতার। বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা উপদ্রুত ইতালির সঙ্গে ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

রোববার কাতারে নতুন করে আরও তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ জনে উন্নীত হলো। একইদিন বাংলাদেশেও জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ইতালি ফেরত দুই প্রবাসীসহ মোট তিনজন ব্যক্তির করোনা সংক্রমণের কথা নিশ্চিত করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

১০ রুটে ৭৪টি ফ্লাইট কমিয়েছে বাংলাদেশ বিমান

প্রকাশিত : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০

করোনাভাইরাসের জেরে নানা দেশের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ১০টি রুটে ফ্লাইট সংখ্যা কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলাচলকারী ১৪২টি ফ্লাইটের মধ্যে ৭৪টি বাতিল করা হয়েছে। প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণের আশঙ্কায় যাত্রী কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ১০ রুটের ১৪২টি থেকে ৭৪টি কমানোর পর ৬৮টি ফ্লাইট চালু থাকলো।

এছাড়া কাতার সরকারের নিষেধাজ্ঞার কারণে সোমবার কাতারের রাজধানী দোহাগামী সকল ফ্লাইট স্থগিত করে বিমান। বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান, করোনা আতঙ্কে বাংলাদেশ থেকে কাতারে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে আগত ফ্লাইট করোনা সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সাময়িকভাবে বাতিল করে কাতার। বাংলাদেশ ছাড়াও চীন, মিসর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এছাড়া সতর্কতার অংশ হিসেবে করোনা উপদ্রুত ইতালির সঙ্গে ইতোমধ্যে বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

রোববার কাতারে নতুন করে আরও তিন ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৫ জনে উন্নীত হলো। একইদিন বাংলাদেশেও জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ইতালি ফেরত দুই প্রবাসীসহ মোট তিনজন ব্যক্তির করোনা সংক্রমণের কথা নিশ্চিত করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর