প্রথমটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা টি-টোয়েন্টিতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২১৫ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১১ রান করেছিল বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের সৌম্য সরকার ঝড় তোলেন। তিনি ৩২ বল খেলে ৪ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬২ রান করেন। ২ বছর পর তিনি টি-টোয়েন্টিতে পেয়েছেন ফিফটির দেখা। আর লিটন কুমার দাস ৩৯ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫৯ রান। তিনিও ১৪ মাস পর টি-টোয়েন্টিতে পেয়েছেন ফিফটির দেখা। আর ৩ চার ও ২ ছক্কায় তামিমের ব্যাট থেকে আসে ৪১ রান। বল হাতে ১টি করে উইকেট নেন ওয়েসলি মাধভেরে, ক্রিস্টোফার এমপফু ও সিকান্দার রাজা।
উড়ন্ত সূচনা
টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে ভর করে ৯.৮৩ গড়ে ৬ ওভারেই ৫৯ রান তুলে ফেলেছে। তামিম ২০ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২৪ ও লিটন ১৬ বল খেলে ২ চার ও ২ ছক্কায় ৩৩ রান নিয়ে ব্যাট করছেন।
ফিফটি করে ফিরলেন লিটন
তামিম ইকবালের সঙ্গে ৯২ রানের জুটি গড়েন। এরপর তামিম ফিরলেও তিনি তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ১০৬ রানের মাথায় সিকান্দার রাজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন লিটন। ৩৯ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে যান তিনি। সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন লিটন। ১৪ মাস ২০ দিন পর পেলেন তৃতীয় ফিফটির দেখা।
২ বছর পর সৌম্যর ফিফটি
টি-টোয়েন্টিতে সৌম্য সরকার সবশেষ ফিফটি করেছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই বছর পর আজ ঢাকাতে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পেলেন সৌম্য। আর তার ফিফটিতে ভর করে বাংলাদেশ পেয়েছে ২০০ রানের বড় সংগ্রহ। মাত্র ৩২ বল খেলে ৪ চার ও ৫ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন সৌম্য। তার সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ১৪ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২০০/৩ (২০ ওভারে)
ব্যাটিং : সৌম্য ৬২* ও মাহমুদউল্লাহ ১৪* ।
আউট : তামিম (৪১), লিটন দাস (৫৯), মুশফিক (১৭)।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, মাহেদী হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের একাদশ
তিনাশে কামুনহুকামওয়ে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, রিচমন্ড মুতুম্বামি, ডোনাল্ড টিরিপানো, তিনোতেন্দা মুতুমবোডজি, ক্রিস এমপফু ও কার্ল মুম্বা।
টস
টস জিতেন জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। তিনি অবশ্য ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। রাতে শিশিরের সমস্যার কথা মাথায় রেখেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এখন দেখার বিষয় টি-টোয়েন্টিতে তাদের ভাগ্য বদল হয় কিনা।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























