কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ডাদেশ দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ।
দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার মজলিসপুর এলাকার ওয়ারেস আলীর ছেলে। তিনি গত ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল মারুফ জানান, ১৩ মার্চ ওমান থেকে বাংলাদেশে আসেন শরিফুল ইসলাম। করোনা ভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কায় তাকে হোম কোয়ারেন্টাইন রাখি বিদেশ ফেরত কয়েকজনকে। তিনি হোম কোয়ারেন্টাইন নিষেধাজ্ঞা অমান্য ভেড়ামারা পূবালী ব্যাংকে আসেন।
এসময় তাকে আটক করা হয়। দণ্ডবিধির ১৮৬০ মোতাবেক সংক্রামক সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাকে বাধ্যতামূলক হোম কায়ারেন্টাইনে প্রেরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/ আরিফ





















