১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ভাত দে মা,ভাত দে!

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলাঘাটা থানার বাইগুনী গ্রামের বাসিন্দা আঃ সালাম বিশ্বাস(৭০)।সংসারে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, বৌমা, নাতি- পুতি সহ মোট ১১ সদস্য।

তাহার ২ ছেলে জামাল উদ্দীন ও কামাল উদ্দীন দৈনিক শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি কাজ করে।সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাই কে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।তা মানতে পরিবারটি না খেয়ে অসহনীয় যন্ত্রনা ভোগ করছে।সরেজমিন অনুসন্ধানে গিয়ে সত্যই এ দৃশ্য চোঁখে না দেখলে লিখে প্রকাশ করা এ প্রতিবেদক এর জন্য অন্য রকম এক অনুভূতি।২৮ শে মার্চ ঘড়ির কাটা প্রায় দুপুর ২ টা।চৈত্রের দুপুরের রোদ্র খাঁ-খাঁ করছে।অনাকাঙ্ক্ষিত ভাবে ঐ বাড়িতে প্রবেশ।

কাঁচামাটির টালির ঘর অনেকগুলো বাঁশের খুটির উপরে কোন ভাবে নুয়ে আছে।পাশের পলিথিন এর খুপরি ঘর হতে ২ টি শিশু বলছে ভাত দে মা,ভাত দে।এমন সময় পাশের বাড়ি থেকে মোটা চাউলের এক থালা ভাত ও অল্পপরিমাণ সবজি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন কর্তা আঃ সালাম।এ সময় কথা হয় বয়োবৃদ্ধ আঃ সালাম ও তাঁর স্ত্রী, কন্যার সাথে।

এ প্রতিবেদক কে জানান,কি যেন রোগ এসেছে তাই সবাই বাড়ি থাকতিছি।ঘরে কোন চাল নেই।বাচ্ছা ২ টো খিদিতে ঝটপটা করতিছে।তাই ওদের জন্যই ভাত চাইতে গিলাম।ভাইরাস এর কারনে ছেলিগের কাজ নেই।আজ কাজে গেছে।ফিরি আসলি সকগুলো ভাত খাবো।আমাগির মত গরিব মানষির খোঁজ কে নেবে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন কে জানানো হলে তিনি বলেন খাবারের প্যাকেট তৈরি চলছে।আগামীকাল বিতরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

ভাত দে মা,ভাত দে!

প্রকাশিত : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলাঘাটা থানার বাইগুনী গ্রামের বাসিন্দা আঃ সালাম বিশ্বাস(৭০)।সংসারে ২ ছেলে, ১ মেয়ে, স্ত্রী, বৌমা, নাতি- পুতি সহ মোট ১১ সদস্য।

তাহার ২ ছেলে জামাল উদ্দীন ও কামাল উদ্দীন দৈনিক শ্রমিক হিসাবে রাজমিস্ত্রি কাজ করে।সম্প্রতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সবাই কে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।তা মানতে পরিবারটি না খেয়ে অসহনীয় যন্ত্রনা ভোগ করছে।সরেজমিন অনুসন্ধানে গিয়ে সত্যই এ দৃশ্য চোঁখে না দেখলে লিখে প্রকাশ করা এ প্রতিবেদক এর জন্য অন্য রকম এক অনুভূতি।২৮ শে মার্চ ঘড়ির কাটা প্রায় দুপুর ২ টা।চৈত্রের দুপুরের রোদ্র খাঁ-খাঁ করছে।অনাকাঙ্ক্ষিত ভাবে ঐ বাড়িতে প্রবেশ।

কাঁচামাটির টালির ঘর অনেকগুলো বাঁশের খুটির উপরে কোন ভাবে নুয়ে আছে।পাশের পলিথিন এর খুপরি ঘর হতে ২ টি শিশু বলছে ভাত দে মা,ভাত দে।এমন সময় পাশের বাড়ি থেকে মোটা চাউলের এক থালা ভাত ও অল্পপরিমাণ সবজি নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন কর্তা আঃ সালাম।এ সময় কথা হয় বয়োবৃদ্ধ আঃ সালাম ও তাঁর স্ত্রী, কন্যার সাথে।

এ প্রতিবেদক কে জানান,কি যেন রোগ এসেছে তাই সবাই বাড়ি থাকতিছি।ঘরে কোন চাল নেই।বাচ্ছা ২ টো খিদিতে ঝটপটা করতিছে।তাই ওদের জন্যই ভাত চাইতে গিলাম।ভাইরাস এর কারনে ছেলিগের কাজ নেই।আজ কাজে গেছে।ফিরি আসলি সকগুলো ভাত খাবো।আমাগির মত গরিব মানষির খোঁজ কে নেবে। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন কে জানানো হলে তিনি বলেন খাবারের প্যাকেট তৈরি চলছে।আগামীকাল বিতরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান