টানা ১১ সপ্তাহের লকডাউন শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান ছাড়তে শুরু করেছেন শহরটির হাজার-হাজার মানুষ। স্থানীয়রা তাদের এই নতুন শুরুকে ‘দ্বিতীয় জীবন’ বলছেন।
উহান প্রশাসনের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে যে কেউ এখন অন্য শহরে যেতে পারবেন। তবে সঙ্গে শারীরিক সুস্থতার কাগজপত্র এবং একটি কিউআর কোড রাখতে হবে।
সাউথ চীনা মর্নিং পোস্ট জানিয়েছে, কয়েক দিন থেকে শহরটির বিভিন্ন রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। বেড়েছে গাড়ির সংখ্যাও।
‘মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। এটা আমাদের নতুন শুরু,’ লকডাউন শেষ হওয়ার পর সংবাদমাধ্যমটির সঙ্গে আলাপকালে মিউ তাং নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের এখনো সতর্ক থাকতে হবে। আমরা ঠিকই ঘুরে দাঁড়াবো।
গত ডিসেম্বরে এই শহরের একটি মাংসের বাজার থেকে নভেল করোনাভাইরাস মানুষের শরীরে সংক্রমিত হয়। সেখান থেকে ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়েছে।
চীনে এখন পর্যন্ত ঠিক কত মানুষ মারা গেছে সেটি নিয়ে বিতর্ক আছে। দেশটির দাবি, বুধবার পর্যন্ত ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে হুবেইতেই মারা গেছে ৩ হাজার ২১৩ জন।
আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির মঙ্গলবার রাতের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ছাড়িয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭৪।
বিজনেস বাংলাদেশ/ মেহেদী
























