শিল্পাঞ্চাল ভালুকায় প্রথম করোনাভাইরাসে এক ব্যাক্তি আক্রান্ত হয়েছেন। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়া পাড়া ইউকো সলোশন লি: নামের একটি চায়না কোম্পানীর শ্রমিক।
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় উপজেলা প্রশাসন একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আক্রান্ত এলাকা লকডাউন ঘোষণা করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান ‘ আক্রান্ত ব্যাক্তি নাম আমির মিয়া তার বাড়ি পাশের শ্রীপুর উপজেলায়। আক্রান্ত এলাকা লক ডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় আক্রান্ত রোগী এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রয়েছে।’
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















