গাজীপুর জেলায় নতুন করে করোনা ভাইরাসে ৩৭ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী এই ৩৭ জনের মধ্যে ২৭ জনই কাপাসিয়া উপজেলার।কাপাসিয়ার ২৭ জনের মধ্যে আবার ১৭ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্টাফ ও তাদের আত্মীয়-স্বজন। বাকী ১০ জন বাইরের লোকজন।
কাপাসিয়ায় আক্রান্ত ২৭ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন । এ বিষয়টি শনিবার (১৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা নিশ্চিত করেছেন।
এছাড়াও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায় , শুক্রবারের নমুনা পরীক্ষায় গাজীপুরের ৩৭ জনের মধ্যে করোনা পজিটিভ আসে । তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কাপাসিয়া উপজেলায় ২৭ জন, গাজীপুর সদর উপজেলায় ৩ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, শ্রীপুর উপজেলায় ১ জন এবং কালিয়াকৈর উপজেলায় ৪ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী , শুক্রবার পর্যন্ত গাজীপুরে সর্বমোট ১৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্তদের বিষয়েে জানতে চাইলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বিজনেস বাংলাদেশকে বলেন , বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO) নির্দেশনা অনুযায়ী অাক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের ইচ্ছা অনুুযায়ী তাদেরকে হাসপাতালে এবং বাসাবাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। আপনারা সঠিক নিউজ দিয়ে জনসাধারণকে বিভ্রান্তমুক্ত রাখবেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















