গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরও ৩ জন করোনা রোগী ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনাভাইরাস (কোভিড-১৯) ১ শত ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে নগরীর লালখান বাজারে ১জন, বালুছড়া এলাকায় ১জন ও উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১জন সহ মোট ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রামের বাইরে লক্ষীপুর জেলায় আরও ১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এসব তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিআইটিআইডিতে এ নিয়ে ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
তার মধ্যে এ পর্যন্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। নোয়াখালীতে ৫ জন জন, লক্ষীপুরে ২৬ জন, ফেনীতে ২ জন এবং বান্দরবন জেলায় ৩ জন । স্বাস্থ্য বিভাগ জানান, চট্টগ্রামে কমিউনিটি পর্যায়ে করোনা আক্রান্ত শুরু হয়েছে।
এ করোনা সংক্রমন থেকে বাঁচতে ঘরে থাকার বিকল্প নেই । চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, আজ আরো ৩ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। এ নিয়ে ১০ জন সুস্থ্য হলো। আগামী সপ্তাহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ে করোনার পরীক্ষা করা হবে বলে তিনি জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান






















