বাংলাদেশে বাঁশের তৈরি হস্ত শিল্পের জনপ্রিয়তা বহূ আগে থেকেই। দেশে যে সকল শিল্প রয়েছে তাঁর মধ্যে অন্যতম বলা চলে বাঁশের তৈরি এসব হস্তশিল্প।
তেমনি বাঙ্গালীর সংস্কৃতির সাথেও জড়িত। এসব শিল্পের প্রচলন এক সমসময় খুব বেশীই ছিলো। গ্রামগুলোতে একসময় ঘরে- ঘরে বাঁশ দিয়ে তৈরি এ শিল্পের দেখা মিলতো।
একসময় সবাই এসব পণ্যগুলো খুব বেশীই ব্যবহার করতো। কিন্তু সময়ের পরিক্রমায় বাঁশের তৈরি হস্ত শিল্প প্রায় অস্তিত্ব সংকটে রয়েছে। যার কারণ হিসেবে বলা যায় যথেষ্ট মূলধন সংকট, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও উপকরণের মূল্য বৃদ্ধিসহ প্লাস্টিক পণ্যের সহজলভ্যতা।
দিন যতই যাচ্ছে ততই এই পণ্য গুলোর চাহিদা কমে যাচ্ছে। নানা সংকটে থেকেও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামে বিলুপ্তপ্রায় এই শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে একদল মানুষ কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।
বাঁশের তৈরী এসব হস্ত শিল্পের সাথে সম্পৃক্ত রয়েছে প্রায় ৫০টি পরিবার। তাদের হাতে তৈরিকৃত পণ্য রপ্তানী হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। একদিকে এ কাজ করে মুনাফা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে তারা।
কিন্তু আর্থিক সংকটে থাকা এসব মানুষদের এ শিল্পকে টিকিয়ে রাখতে সরকারী সহযোগিতার কোন বিকল্প নেই। তা না হলে ধীরে ধীরে এই প্রাচীন শিল্প গুলো দেখাই মিলবে না, হারিয়ে যাবে ঐতিহ্য।
তাই সরকারী প্রনোদনার ব্যবস্থা করে হস্ত শিল্পকে টিকিয়ে রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজনেস বাংলাদেশ / আতিক