টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. আতিকুল ইসলাম। বুধবার (১৩ মে) বেলা ১২টা ৪৫ মিনিটে তার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। চলমান করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী মো. আব্দুল হাই।
এর আগে গত পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে জয়লাভ করেন আতিকুল ইসলাম।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ

























