রংপুর সিটি কর্পোরেশনে ভালো নির্বাচন হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলের মেয়র প্রার্থীর পরাজয়ের কারণ বিশ্লেষণে দলীয় ফোরামে আলাপ-আলোচনা করা হবে।
শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক স্মরণসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর দুই রকম বক্তব্য এসেছে বলে মন্তব্য করে তিনি বলেন, আসলে বাজারে গুঞ্জন আছে তাদের (ফখরুল-রিজভী) মধ্যে একজন তারেকের লোক, আরেকজন খালেদা জিয়ার লোক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন করেন, তাহলে কী তাদের (ফখরুল-রিজভী) দু’জনের মধ্যে মূল্যায়নের কোনো পার্থক্য রয়েছে? না হলে রিজভী এক কথা, ফখরুল এক কথা বলবেন কেন? এক দলের দুই কথা কী করে হয়?
কাদের বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার কারণে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে না পারাটাও বিএনপির সেলফ কন্ট্রাডিকশন। রংপুরে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। এজন্য কমিশনকে সবাই ধন্যবাদ জানিয়েছে। কেবল বিএনপিই ধন্যবাদ জানাতে পারেনি। আজ (শুক্রবার) মির্জা ফখরুল বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, আবার বলছেন কমিশন ব্যর্থ। এটাও সেলফ কন্ট্রাডিক্টরি।
ওবায়দুল কাদের বলেন, এত ভালো একটা নির্বাচন হয়েছে। এটা কী আওয়ামী লীগের রাজনৈতিক বিজয় নয়? নির্বাচনের দু’দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (কাদের) বলেছেন প্রশাসনকে জানাতে যে, সরকার অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচন জাতিকে উপহার দিতে চায়।
























