সাতক্ষীরায় আম্ফান মোকাবেলায় প্রাণ গেল এক বিদ্যুৎকর্মীর। রবিবার ১১টার সময় জেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন নির্মান কাজ করছিলেন সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানরা।
বড়বিলা গ্রামের দেলবার এর বাড়ির পাশে কাজ করার সময় আলিমুর (২৫) নামে এক লাইনম্যান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে ঐ লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।
ঘটনাস্থলের আশে পাশে কমপক্ষে ৭ টি আই,পি,এস চালু ছিল। তা থেকে বিদ্যুৎয়িত হয়ে হৃদরোগক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সাতক্ষীরা পি,বি,এস এর এ জি,এম তুষার আহম্মেদ জানিয়েছেন তার শরীরে কোন ক্ষত বা বিদ্যুৎ স্পৃষ্টের চিহ্ন নেই। কি কারণে মৃত্যু হয়েছে তা মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানা যাবে।
উল্লেখ্য, নিহত লাইনম্যন আলিমুল ইসলাম এর বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলায়।
বিজনেস বাংলাদেশ / আতিক