মাগুরা- কামারখালী মহাসড়কের ওয়াপদা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একশত লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাগুরা ডিবি পুলিশ।
মাগুরা ডিবি পুলিশের ইনচার্জ নাসির উদ্দিন জানান, রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশের একটি দল মাগুরা- কামারখালী মহাসড়কের ওয়াপদা এলাকায় অভিযান চালিয়ে একশত লিটার চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে. মাগুরা শহরের ভায়না এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী শহিদুল ইসলাম এবং ফরিদপুরের কামারখালী গ্রামের খোরশেদ খন্দকারের ছেলে সাইদ খন্দকার।
সোমবার ঈদ উপলক্ষে মাগুরা শহরের বিভিন্ন পয়েন্টে বিক্রির জন্য ফরিদপুর থেকে আনা বস্তার মধ্যে পলিব্যাগে রাখা চোলাই মদ নিয়ে তারা মাগুরা শহরে আসার উদ্দেশে ওয়াপদায় এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এসময় মাগুরা ডিবি পুলিশ তাদের আটক করে।






















