ফটিকছড়ির খিরাম ইউনিয়নে ঈদের দিন ইউপি সদস্যকে খুনের ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানকে সোহরাব হোসাইন সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) রাতে চট্টগ্রাম নগরীর মোহাম্মদপুর বন্ধুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চেয়ারম্যান সোহরাবসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন ওই এলাকার বশর কোম্পানি। হত্যার ঘটনায় ২৩ জনকে সুনিদিষ্ট করে ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
উল্লেখ্য,গতকাল ২৫ ই মে (সোমবার) উপজেলার খিরাম ইউপিতে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের গুলিতে খুন হন মোহাম্মদ আব্দুল জব্বার (৩৭) নামে এক ইউপি সদস্য।সে একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এ ঘটনায় নিহত জব্বারের ভাই জাবেদ বাদি হয়ে ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সৌরভ(৩০) কে ১ নম্বর আসামি করা হয়।
ঐ ঘটনায় বশর কোম্পানি নামে আরো একজনকে আটক করা হয়।
বিজনেস বাংলাদেশ / আতিক