০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

পটিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১৬

চট্টগ্রামের পটিয়ান শোভনদন্ডির কুরাঙ্গীরি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার সময় সংঘর্ষে উপজেলার কুরঙ্গীরি এলাতকার মৃত খলিলুর রহমানের পুত্র আবু তালেব এর পক্ষে ৯ জন ও শফিকদের পক্ষে ৬ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন শাহ আলম (৫৫), সালা উদ্দিন (২০) ও শাহাদাত হোসেন (৩২) তাদের অবস্থা আশঙ্খজনক হওয়ায় পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বজল আহমদ (৫৫), আবু তালেব (৪৫), রুবেল (৩০), জনি (২৫) চমেকে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটিয়া থানা পুলিশ ৭জনকে আটক করেছেন ।
জায়গা-জমির বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার দুই পক্ষকে নিয়ে ইউপি চেয়ারম্যান এহসানুল হক ও পরিষদের সদস্য ফরিদুল আলমসহ বৈঠক করা হয়েছে বলে তারা জানান।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, এ বিষয়ে আদালতে ও ইউনিয়ন পরিষদে মামলা চলমান রয়েছে। এক পক্ষ ঘর বাঁধতে গেলে মারা মারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষ আহত হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

পটিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১৬

প্রকাশিত : ০৮:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০
চট্টগ্রামের পটিয়ান শোভনদন্ডির কুরাঙ্গীরি এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার বেলা ১২টার সময় সংঘর্ষে উপজেলার কুরঙ্গীরি এলাতকার মৃত খলিলুর রহমানের পুত্র আবু তালেব এর পক্ষে ৯ জন ও শফিকদের পক্ষে ৬ জন আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন শাহ আলম (৫৫), সালা উদ্দিন (২০) ও শাহাদাত হোসেন (৩২) তাদের অবস্থা আশঙ্খজনক হওয়ায় পটিয়া হাসপাতাল থেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বজল আহমদ (৫৫), আবু তালেব (৪৫), রুবেল (৩০), জনি (২৫) চমেকে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পটিয়া থানা পুলিশ ৭জনকে আটক করেছেন ।
জায়গা-জমির বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার দুই পক্ষকে নিয়ে ইউপি চেয়ারম্যান এহসানুল হক ও পরিষদের সদস্য ফরিদুল আলমসহ বৈঠক করা হয়েছে বলে তারা জানান।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, এ বিষয়ে আদালতে ও ইউনিয়ন পরিষদে মামলা চলমান রয়েছে। এক পক্ষ ঘর বাঁধতে গেলে মারা মারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষ আহত হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ / আতিক