ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে ফেনী নদীর পানিতে পড়ে পলাশ দে (১৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ। সে রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
আজ ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯ টা দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়ের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী ফেনী নদীতে এঘটনা ঘটে।নিখোঁজ পলাশ উক্ত ইউনিয়নের পুরাতন রামগড় এলাকার সাধন কুমার দে এর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়,পলাশ দে আজ রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় ফেনী নদীর পানিতে ভেসে আসা লাকড়ী ধরতে গিয়ে নদীতে পড়ে যায়।স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরেও এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
বাগানবাজার ইউপি চেয়াররম্যান মোঃ রুস্তুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেনী নদীর পানিতে পড়ে পলাশ নামে এক কলেজ ছাত্র নিখোঁজ তাকে উদ্ধার করার জন্য কাজ করছে স্থানীয় লোকজন।
বিজনেস বাংলাদেশ / আতিক