১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রিয়াঙ্কা

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের উত্তর প্রদেশের বেরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কেশব কুমার আগরওয়াল রবিবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিনেত্রীকে বিরল সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন ও উত্তর প্রদেশ রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল। উপাচার্য কেশব কুমার এসময় তার হাতে বিশেষ একটি স্মারকও তুলে দেন।

নিজ শহরে প্রিয়াঙ্কা চোপড়া গত প্রায় পাঁচ বছরে একবারও যাননি। ৩৫ বছর বয়সী এই নন্দিত অভিনেত্রীর মা মধু চোপড়া মেয়ের এই সম্মান লাভে সানন্দ প্রতিক্রিয়ায় বলেন, ‘নানান মহতী সামাজিক কাজে জড়ানোর কারণে প্রিয়াঙ্কা যে সম্মান ও প্রশংসা পাচ্ছে তাতে আমি গর্বিত আনন্দিত। সে প্রমাণ করেছে নিজের যোগ্যতাবলেই সে এসব অর্জন করেছে। ঈশ্বর যেন ওকে ভাগ্যবঞ্চিত মানুষের দাঁড়ানোর শক্তি যোগান সে প্রার্থনাই করি’।

চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়া তিনি ‘বিশ্ব সেরা এশিয়ান আবেদনময়ী নারী’ খেতাবটি অর্জন করেন।

জনপ্রিয়

গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮

ডক্টরেট ডিগ্রিতে ভূষিত প্রিয়াঙ্কা

প্রকাশিত : ১২:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের উত্তর প্রদেশের বেরেলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কেশব কুমার আগরওয়াল রবিবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অভিনেত্রীকে বিরল সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন ও উত্তর প্রদেশ রাজ্যের অর্থমন্ত্রী রাজেশ আগরওয়াল। উপাচার্য কেশব কুমার এসময় তার হাতে বিশেষ একটি স্মারকও তুলে দেন।

নিজ শহরে প্রিয়াঙ্কা চোপড়া গত প্রায় পাঁচ বছরে একবারও যাননি। ৩৫ বছর বয়সী এই নন্দিত অভিনেত্রীর মা মধু চোপড়া মেয়ের এই সম্মান লাভে সানন্দ প্রতিক্রিয়ায় বলেন, ‘নানান মহতী সামাজিক কাজে জড়ানোর কারণে প্রিয়াঙ্কা যে সম্মান ও প্রশংসা পাচ্ছে তাতে আমি গর্বিত আনন্দিত। সে প্রমাণ করেছে নিজের যোগ্যতাবলেই সে এসব অর্জন করেছে। ঈশ্বর যেন ওকে ভাগ্যবঞ্চিত মানুষের দাঁড়ানোর শক্তি যোগান সে প্রার্থনাই করি’।

চলতি বছর বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়া তিনি ‘বিশ্ব সেরা এশিয়ান আবেদনময়ী নারী’ খেতাবটি অর্জন করেন।