০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে টেলিভিশন মাধ্যমের ১৫ সংগঠনের শোক

এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

আজ দুপুর সাড়ে ৩টার দিকে ডিরেক্টরস গিল্ডের অফিশিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় লেখা হয়, ‘টেলিভিশন নাটকের দর্শকরুচি তৈরিতে তাঁর অসামান্য ভূমিকা অনস্বীকার্য। বিটিভির‌ সেই সময়ে তাঁর প্রযোজিত নাটক দারুণ সাড়া ফেলেছিল। কুল নাই, কিনার নাই তার মধ্যে অগ্রগণ্য। এনটিভির দায়িত্ব নেওয়ার পর তাদের নাটক জনপ্রিয় করার নেপথ্য নায়ক ছিলেন তিনি।

গল্প ভাবনা, নির্মাণ কৌশল সম্পর্কে দীর্ঘ দিনের অভিজ্ঞতা বিনিময় করে নবীন-প্রবীণ সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করে জনপ্রিয় সব নাটক উপহার দেন। সে কারণে এনটিভির নাটক দর্শকহৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয়। তাঁর নির্মোহ দূরদৃষ্টি সমাজ এবং পরিবারের প্রতি ইতিবাচক ভাবনার সার্থক প্রয়োগ ঘটান এনটিভির নাটকে।’

মোস্তফা কামাল সৈয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরো বলা হয়, ‘টেলিভিশন মাধ্যমের ১৫টি সংগঠন (আন্তঃসংগঠন) এই নিবেদিত প্রাণ নির্লোভ মহামানবের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং তাঁর সব সহকর্মীর প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’

রোববার দুপুর দেড়টার দিকে মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

জনপ্রিয়

মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে টেলিভিশন মাধ্যমের ১৫ সংগঠনের শোক

প্রকাশিত : ০৫:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০

এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

আজ দুপুর সাড়ে ৩টার দিকে ডিরেক্টরস গিল্ডের অফিশিয়াল ফেসবুক পেজে শোকবার্তা প্রকাশ করা হয়। শোকবার্তায় লেখা হয়, ‘টেলিভিশন নাটকের দর্শকরুচি তৈরিতে তাঁর অসামান্য ভূমিকা অনস্বীকার্য। বিটিভির‌ সেই সময়ে তাঁর প্রযোজিত নাটক দারুণ সাড়া ফেলেছিল। কুল নাই, কিনার নাই তার মধ্যে অগ্রগণ্য। এনটিভির দায়িত্ব নেওয়ার পর তাদের নাটক জনপ্রিয় করার নেপথ্য নায়ক ছিলেন তিনি।

গল্প ভাবনা, নির্মাণ কৌশল সম্পর্কে দীর্ঘ দিনের অভিজ্ঞতা বিনিময় করে নবীন-প্রবীণ সবার সঙ্গে মেলবন্ধন তৈরি করে জনপ্রিয় সব নাটক উপহার দেন। সে কারণে এনটিভির নাটক দর্শকহৃদয়ে বিশেষ স্থান দখল করে নেয়। তাঁর নির্মোহ দূরদৃষ্টি সমাজ এবং পরিবারের প্রতি ইতিবাচক ভাবনার সার্থক প্রয়োগ ঘটান এনটিভির নাটকে।’

মোস্তফা কামাল সৈয়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আরো বলা হয়, ‘টেলিভিশন মাধ্যমের ১৫টি সংগঠন (আন্তঃসংগঠন) এই নিবেদিত প্রাণ নির্লোভ মহামানবের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং তাঁর সব সহকর্মীর প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করছে।’

রোববার দুপুর দেড়টার দিকে মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মোস্তফা কামাল সৈয়দ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে যুক্তরাষ্ট্রে থাকেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ