দেশের ভয়াবহ পরিস্থিতিকালে সাময়িক বিনোদনের উদ্দেশ্যে নিয়ে কুষ্টিয়া জেলাকে ছবির মাধ্যমে তুলে “স্বপ্নের কুষ্টিয়া” ফেসবুক গ্রুপ ধরতে “স্বপ্নের কুষ্টিয়া ফটোগ্রাফি কনটেস্ট -২০২০” প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতাটি ১০ইমে শুরু হয়ে ২২ই মে শেষ হয়। উক্ত প্রতিযোগিতায় ২৫টি ছবি অংশগ্রহন করে।
প্রতিযোগিতায় ৭৭৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করে মোঃ জুবায়ের ইসলাম, দ্বিতীয় স্থান আনিকা, তৃতীয় স্থান রওনক।
প্রতিযোগিতা নিয়ে গ্রুপের এডমিন মোঃ আশফাকুর রহমান আসিফ বলেন” স্বপ্নের কুষ্টিয়া গ্রুপটি কুষ্টিয়া জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল খবরাখবর সকলের কাছে পৌঁছে দিতেই কাজ করে।
তবে হঠাৎ ব্যতিক্রম আয়োজন নিয়ে সবার সামনে আসি সেটা হলো ফটো কন্টেস্ট, যেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পেয়েছি।
বিজয়ী ২ জনকেই অভিনন্দন জানায়।” তিনি আরো বলেন ” আশাকরি সামনে আরো নতুন নতুন আয়োজন নিয়ে হাজির হব যদি গ্রুপ মেম্বারদের সাহায্য পাই ।
সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।” এনিয়ে জুবায়ের ইসলামের সাথে কথা হলে তিনি বলেন “প্রথমেই ধন্যবাদ জানাতে চাই গ্রুপের এডমিন ও মডারেটরদের এমন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।আমার ফটোগ্রাফি করতে বেশ ভালোই লাগে ।
কোনো সুন্দর মূহুর্ত পেলে দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে ভুল করি না।কখনো ভাবি নাই আমার তোলা ছবিটা প্রথম স্থান আর্জন করবে।
এটা আমাকে অনেকটা অনুপ্রানিত করবে আরো ভালো ছবি তুলতে।খুবই ভালো লাগছে গ্রুপের কনটেস্টে প্রথম হতে পেরে।”
এছাড়াও তিনি আরো বলেন ” আরো ধন্যবাদ জানাতে চাই যারা আমার ছবিটিকে প্রথম স্থান পেতে সহায়তা করেছে।”
এনিয়ে আনিকার সাথে কথা হলে তিনি বলেন ” স্বপ্নের কুষ্টিয়া গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ জানায় আমাকে দ্বিতীয় স্থান অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য।
আশাকরি আগামীতেও আপনারা কনটেস্ট ছাড়াও সামাজিক কাজে এগিয়ে আসবেন এবং কুষ্টিয়া জেলার উন্নয়নে সহায়তা করবেন।”
এনিয়ে আরো কথা হয় রওনকের সাথে, তিনি বলেন” প্রথম দ্বিতীয় হতে পারলে খুবই ভালো লাগত, তারপরও অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ এমন একটি প্রতিযোগিতা করে কুষ্টিয়ার সৌন্দর্য তুলে ধরার জন্য ।”
উল্লেখ্য আম্পানের প্রভাবে কুষ্টিয়া জেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। এছাড়া প্রায় তিনদিন ধরে বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ ও নেটওয়ার্ক ব্যবস্থার সমস্যা সৃষ্টি হয়েছিল। এমতাবস্থায় ২৫ই মে এর পরিবর্তে ২২ইমে পর্যন্ত সময় এগিয়ে নেওয়া হয়।