শরীয়তপুরের ভেদরগঞ্জে ঘরের আড়ার সঙ্গে মারিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মারিয়া ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের মাঝিমান্দি গ্রামের বাবুল মাঝির মেয়ে। সে ডিএমখালি চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
ডিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার জসিম উদ্দিন জানান, সকালে পরিবারের লোকজন মারিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, মারিয়া আত্মহত্যা করেছে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।






















