ফটিকছড়ি উপজেলার ৫৬৬ টি মসজিদের ইমাম মুয়াজ্জিনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ৫,০০০/- (পাঁচ হাজার ) টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
আজ ২ জুন (মঙ্গলবার) দুপুরে মুক্তিযোদ্ধা জহরুল হক হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন সভাপতিত্বে উপজেলার ৫৬৬ টি মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের মাঝে এসব আর্থিক অনুদান বিতরন করেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো: আবু তৈয়ব।
এসময় উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার,ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংশ্লিষ্ট পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর মাধ্যমে স্ব স্ব ইউনিয়নের ইমাম মুয়াজ্জিন মাঝে এই অনুদান তুলে দেয়া হয়।