০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

দারিদ্রতা জয় করে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে মৌলভীবাজারের জুমারা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলি আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবার ২০২০ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান শাখা থেকে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫) পায় জুমারা আক্তার।

জুমারা আক্তার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মোঃ শায়ের উদ্দিন ও ইয়ারুন বেগমের বড় মেয়ে। জুমরারা দুই বোন, তার ছোট বোন মারিয়াম জান্নাত।

সে এবার অষ্টম শ্রেনীতে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ছে। মারিয়াম প্রাথমিক সমাপনী পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তার ও স্বপ্ন সে যেনো তার বড় বোন জুমারার মত ভাল ফলাফল অর্জন করতে পারে।

জুমারার বাবা একজন খেতমজুর। নুন আনতে যেনো পান্তা ফুরায় জুমারার বাবার। বাবা, মা ও ২ বোন, এ ৪ জন নিয়ে জুমারার পরিবার।

জুমারার বাবা বলেন, “দিন আনি, দিন খাই, নিজর রুজি দিয়া পরিবার চালাই। কিন্তু আমার ২ পুরির (মেয়ের) পড়া লেখার বায় আমি খিয়াল করি।

কষ্ট করিয়া অইলেও আমার দুইয়ো পুরিরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম চাই”।জুমারার মাও বাবার কথায় সঙ্গ দেন।

জুমারার স্বপ্ন সে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। সে বিজনেস বাংলাদেশ কে বলে আমি ডাক্তার হব মানুষের সেবা করব এটা আমার স্বপ এবং আমার বাবা মায়েরও স্বপ্ন আমি যেনো মানুষের সেবা করতে পারি।

তাঁর এই সাফল্যের পেছনে কার অবদান রয়েছে জিজ্ঞাসা করলে জুমারা জানায় আমার এই সাফল্যের পেছনে আমার বাবা ও মায়ের এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের আবদান সবচেয়ে বেশী।

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বড় হয়ে ভালো ফলাফল অর্জন করতে পারি।

আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির বিজনেস বাংলাদেশ কে বলেন জুমারা আক্তার নম্র ভদ্র ও মেধাবী শিক্ষার্থী, সে পড়াশোনায় খুবই মনোযোগী। তার সাফল্যের জন্য আমার ও আমাদের শিক্ষকবৃন্দের সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা আমরা করেছি। আমি তাঁর সফলতা কামনা করি।

বিজনেস বাংলাদেশ/আতিক

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দারিদ্রতা জয় করে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে মৌলভীবাজারের জুমারা

প্রকাশিত : ০৫:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলি আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এবার ২০২০ সালের এসএসসি পরিক্ষায় বিজ্ঞান শাখা থেকে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫) পায় জুমারা আক্তার।

জুমারা আক্তার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামের মোঃ শায়ের উদ্দিন ও ইয়ারুন বেগমের বড় মেয়ে। জুমরারা দুই বোন, তার ছোট বোন মারিয়াম জান্নাত।

সে এবার অষ্টম শ্রেনীতে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পড়ছে। মারিয়াম প্রাথমিক সমাপনী পরিক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

তার ও স্বপ্ন সে যেনো তার বড় বোন জুমারার মত ভাল ফলাফল অর্জন করতে পারে।

জুমারার বাবা একজন খেতমজুর। নুন আনতে যেনো পান্তা ফুরায় জুমারার বাবার। বাবা, মা ও ২ বোন, এ ৪ জন নিয়ে জুমারার পরিবার।

জুমারার বাবা বলেন, “দিন আনি, দিন খাই, নিজর রুজি দিয়া পরিবার চালাই। কিন্তু আমার ২ পুরির (মেয়ের) পড়া লেখার বায় আমি খিয়াল করি।

কষ্ট করিয়া অইলেও আমার দুইয়ো পুরিরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতাম চাই”।জুমারার মাও বাবার কথায় সঙ্গ দেন।

জুমারার স্বপ্ন সে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। সে বিজনেস বাংলাদেশ কে বলে আমি ডাক্তার হব মানুষের সেবা করব এটা আমার স্বপ এবং আমার বাবা মায়েরও স্বপ্ন আমি যেনো মানুষের সেবা করতে পারি।

তাঁর এই সাফল্যের পেছনে কার অবদান রয়েছে জিজ্ঞাসা করলে জুমারা জানায় আমার এই সাফল্যের পেছনে আমার বাবা ও মায়ের এবং বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের আবদান সবচেয়ে বেশী।

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বড় হয়ে ভালো ফলাফল অর্জন করতে পারি।

আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল কাদির বিজনেস বাংলাদেশ কে বলেন জুমারা আক্তার নম্র ভদ্র ও মেধাবী শিক্ষার্থী, সে পড়াশোনায় খুবই মনোযোগী। তার সাফল্যের জন্য আমার ও আমাদের শিক্ষকবৃন্দের সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা আমরা করেছি। আমি তাঁর সফলতা কামনা করি।

বিজনেস বাংলাদেশ/আতিক