০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি সম্পন্ন: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) কুয়াকাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জাঞ্জান তিনি।

ব্যক্তিগত সফরে হেলিকপ্টারযোগে সোমবার কুয়াকাটায় যান তিনি। এসময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তার সঙ্গে ছিলেন।

কুয়াকাটা গ্র্যান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে কুয়াকাটা গ্র্যান্ড হোটেলে তিনি অবস্থান করেন।

মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফরে এসেছেন। তিনি কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকালেই ঢাকায় ফিরে যাবেন।

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো: জামায়াত আমির

৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি সম্পন্ন: এরশাদ

প্রকাশিত : ১০:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) কুয়াকাটায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জাঞ্জান তিনি।

ব্যক্তিগত সফরে হেলিকপ্টারযোগে সোমবার কুয়াকাটায় যান তিনি। এসময় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তার সঙ্গে ছিলেন।

কুয়াকাটা গ্র্যান্ড হোটেলের হেলিপ্যাডে সকাল সোয়া ১১টায় অবতরণের পর এইচএম এরশাদকে পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে কুয়াকাটা গ্র্যান্ড হোটেলে তিনি অবস্থান করেন।

মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফরে এসেছেন। তিনি কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন শেষে বিকালেই ঢাকায় ফিরে যাবেন।