করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শুক্রবার ভোরে ব্রেইন স্ট্রোক করায় তার অবস্থার অবনতি হয়। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে।
নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ তার বাবাকে কেবিনে নেয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। এখন তার জরুরি অস্ত্রোপচার চলছে। তিনি তার বাবার জন্য দেশবাসী কাছে দোয়া চেয়েছেন।
নাসিমের ছেলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে তার বাবার অপারেশন চলছে।
শারীরক দুর্বলতা নিয়ে গত ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস পজিটিভ আসে।
বিজনেস বাংলাদেশ/ এ আর