ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের সীমান্তবর্তী ফেনী নদীতে লাকড়ী সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ পলাশ চন্দ্র দে (১৮) নামে কলেজ ছাত্রের লাশ ফেনী নদীর ধুমঘাট ব্রীজের নিচে পাওয়া গেছে।
৫ জুন(শুক্রবার) সকাল ১০ টার দিকে মিরশরায় উপজেলার ধুমঘাট ব্রীজের নিচে অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নিখোঁজ পলাশের পরিবারকে খবর দিলে তার পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা লাশ সনাক্ত করেন।
বাগানবাজার ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তুম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য,গত ২৯ মে (শুক্রবার) রাত সাড়ে ৯ টা দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়ের ১নং ওয়ার্ডের সীমান্তবর্তী ফেনী নদীর পানিতে পড়ে নিখোঁজ হন পলাশ দে।
সে উক্ত ইউনিয়নের পুরাতন রামগড় এলাকার সাধন কুমার দে এর পুত্র এবং রামগড় সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা অনেক খোঁজাখুজির করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে পরদিন শনিবার প্বাশর্বতী রামগড় থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে শনিবার সারাদিন উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু এতে পলাশের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।




















