সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় খেত থেকে মুলা তোলার অপরাধে পাঁচ বছরের শিশু রিফাতকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটির বাবা মুকুল প্রামাণিক বাদী হয়ে মুলাখেতের মালিক খোকন সরকারকে একমাত্র আসামি করে সোমবার রাতে মামলা করেন। এরপরই খোকনকে গ্রেফতার করে পুলিশ।
শিশু নির্যাতনের ঘটনাটি ঘটে উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামে। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান এ তথ্য নিশ্চিত করে ছেন।
তিনি জানান, মামলা দায়েরের পর সোমবার রাতে অভিযান চালিয়ে খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
রিফাতের মা বুলবুলি বেগম অভিযোগ করে বলেন, রবিবার বিকেলে রিফাত বাড়ির পাশে খোকনের খেত থেকে একটি মুলা তোলে। এতে খোকন ক্ষিপ্ত হয়ে আমার ছেলেকে হাত-পা বেঁধে জমিতে নিয়ে গিয়ে বেদম মারপিট করে ও জোরপূর্বক তার মুখে মুলা ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আমার ছেলে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর রিফাতকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জমির মালিক খোকন বলেন, রিফাত আমার জমির সব মুলা নষ্ট করেছে। তাই রিফাতকে জোর করে তুলে নিয়ে মুলা খেতে বলেছি। তবে রিফাতের হাত-পা বাঁধার কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম এস সুমনুল হক বলেন, শিশুটি মারাত্মকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তার ডান চোখের কোণে একটি নখের আঁচরের দাগ রয়েছে। শিশুটির নিচের ঠোঁটের বাম পাশ কেটে যাওয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। তার পিঠে ও পেটে চামড়া ফোলা ও প্রচণ্ড ব্যথা রয়েছে।
তিনি বলেন, প্রচণ্ড মানসিক নির্যাতনের কারণে শিশুটির কথা বলা বন্ধ হয়ে গেছে এবং কাউকে চিনতে পারছে না। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।





















