০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সাতক্ষীরায় বেঁড়িবাঁধ নির্মাণের দাবীতে নৌকাবন্ধন

সাতক্ষীরায় ঘূর্নিঝড় আম্ফনের ১৮ দিনেও ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ সংস্কার না হওয়াই মানববন্ধন না নৌকাবন্ধন করেছে উপকূলীয়বাসী।
আজ দুপুরে গাবুরা ইউনিয়নের বুড়িগোলীনি নদীতে এ নৌকাবন্ধনে শত শত ভুক্তভোগীরা অংশ গ্রহন করে।এ সময় তাঁরা স্লোগান দেয় ত্রান চায় না টেকসই বেঁড়িবাঁধ চাই।হাজার বজরের বাদাকাটা বসতি টিকিয়ে রাখতে টেকসই বাঁধের বিকল্প নেই।
আম্ফান সব কিছু লন্ডভন্ড করে দিলেও এখনো ঘরে ফিরতে পারিনি একাধিক উপকূলীয় বাসিন্দারা।সেনাবাহিনী ১৩ টি বাঁধ নির্মাণের কাজ শুরু করলেও তা শম্ভুকগতি।তাই বাধ্য হয়ে নৌকাবন্ধনে উপকূলীয়বাসী।
বিজনেস বাংলাদেশ / আতিক

 

 

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

সাতক্ষীরায় বেঁড়িবাঁধ নির্মাণের দাবীতে নৌকাবন্ধন

প্রকাশিত : ০১:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
সাতক্ষীরায় ঘূর্নিঝড় আম্ফনের ১৮ দিনেও ক্ষতিগ্রস্ত বেঁড়িবাঁধ সংস্কার না হওয়াই মানববন্ধন না নৌকাবন্ধন করেছে উপকূলীয়বাসী।
আজ দুপুরে গাবুরা ইউনিয়নের বুড়িগোলীনি নদীতে এ নৌকাবন্ধনে শত শত ভুক্তভোগীরা অংশ গ্রহন করে।এ সময় তাঁরা স্লোগান দেয় ত্রান চায় না টেকসই বেঁড়িবাঁধ চাই।হাজার বজরের বাদাকাটা বসতি টিকিয়ে রাখতে টেকসই বাঁধের বিকল্প নেই।
আম্ফান সব কিছু লন্ডভন্ড করে দিলেও এখনো ঘরে ফিরতে পারিনি একাধিক উপকূলীয় বাসিন্দারা।সেনাবাহিনী ১৩ টি বাঁধ নির্মাণের কাজ শুরু করলেও তা শম্ভুকগতি।তাই বাধ্য হয়ে নৌকাবন্ধনে উপকূলীয়বাসী।
বিজনেস বাংলাদেশ / আতিক