০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে দেশীয় তৈরী বন্দুকসহ শিকারী আটক

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ভুজপুর হাজারীখিল রেঞ্জের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা হতে দেশীয় তৈরী একনলা বন্দুকসহ একজন শিকারীকে গ্রেফতার করা হয়েছে।

হাজারীখিল বিট কর্মকর্তা ফরেস্টার অসীম কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজারীখিল বিট কর্মকর্তার নেতৃত্বে বিট স্টাফ ও হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের সিপিজি সদস্যগণসহ রামগড়-সীতাকুন্ড রিজার্ভড ফরেস্টের ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল বালুখালী নার্সারী সংলগ্ন রাঙ্গাপানি ব্লকে গত০৬ জুন সকালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী শিকারী দলটিকে দেশীয় অস্ত্রসহ ফাঁদ পেতে শিকারের অপেক্ষা করতে দেখা যায়।

বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালানোর চেষ্টাকালে ভূজপুর থানার নলুয়া সঞ্জয় মেম্বার পাড়ার মৃত সূয্য মার্মার পুত্র বিমল ত্রিপুরা (৪০)কে ব্যাগভর্তি ব্যাটারী ও অস্ত্র সক্রিয় করণ লৌহার রড ও দেশীয় একনলা বন্দুকসহ আটক করা হয়।

এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সহায়তা করেন এফজি আব্দুল করিম, সিপিজি মোঃ মান্নান, সিপিজি সমর কুমার দেসহ অন্যান্য সিপিজি সদস্যরা।

জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফটিকছড়ির হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে দেশীয় তৈরী বন্দুকসহ শিকারী আটক

প্রকাশিত : ০১:০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়ি উপজেলার ভুজপুর হাজারীখিল রেঞ্জের হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকা হতে দেশীয় তৈরী একনলা বন্দুকসহ একজন শিকারীকে গ্রেফতার করা হয়েছে।

হাজারীখিল বিট কর্মকর্তা ফরেস্টার অসীম কান্তি দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাজারীখিল বিট কর্মকর্তার নেতৃত্বে বিট স্টাফ ও হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের সিপিজি সদস্যগণসহ রামগড়-সীতাকুন্ড রিজার্ভড ফরেস্টের ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল বালুখালী নার্সারী সংলগ্ন রাঙ্গাপানি ব্লকে গত০৬ জুন সকালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে সংরক্ষিত বনাঞ্চলে বন্যপ্রাণী শিকারী দলটিকে দেশীয় অস্ত্রসহ ফাঁদ পেতে শিকারের অপেক্ষা করতে দেখা যায়।

বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালানোর চেষ্টাকালে ভূজপুর থানার নলুয়া সঞ্জয় মেম্বার পাড়ার মৃত সূয্য মার্মার পুত্র বিমল ত্রিপুরা (৪০)কে ব্যাগভর্তি ব্যাটারী ও অস্ত্র সক্রিয় করণ লৌহার রড ও দেশীয় একনলা বন্দুকসহ আটক করা হয়।

এ ব্যাপারে ভূজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকালে সহায়তা করেন এফজি আব্দুল করিম, সিপিজি মোঃ মান্নান, সিপিজি সমর কুমার দেসহ অন্যান্য সিপিজি সদস্যরা।