মাগুরা শহরের কেশব মোড়ের টাইলস ব্যবসায়ী বাদশা ও ওষুধ ব্যবসায়ী রকিব মোল্লাকে ১২০ বোতল ফেন্সিডিলসহআটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।
আটক বাদশা মাগুরা পৌর এলাকার দোহারপাড়ের জয়নাল মিয়ার এবং রকিব মোল্লা তাতীপাড়ার বজলুর রশীদের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কেশবমোড় থেকে উক্ত ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ / আতিক