লালমনিরহাট আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চেম্বার অব কর্মাসের সভাপতি সিরাজুল হক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলামের বাড়ির সামনে সন্ত্রাসী বাহিনীর মোটর সাইকেল মহড়া এবং হুমকির অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হকের রেল বাজারস্থ ব্যবসায়িক অফিসে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাসী বাহিনীর মহড়া এবং অকথ্য ভাষায় গলমমন্দ ও হুমকির বিষয়ে গেল ২জুন এবং ৬জুন পৃথক দুইটি জিডি করেছেন সদর থানায়।
লিখিত বক্তব্যের মাধ্যমে সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন,‘আমরা জেলা শহরে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক ভাবে সুনামের সাথে বসবাস করে আসছি। আমাদের পরিবারের অনেকেই ব্যবসা এবং কেহ চাকুরি করে। কিন্তু কোন কারণ ছাড়াই সম্প্রতি গেল ২জুন রাত ১০ টার দিকে শহরের কিছু সন্ত্রাসী বাহিনী মোটর সাইকেল যোগে আমার এবং চাচার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। সেসময় এলাকাবাসি ও পরিবারের সদস্যদের মধ্যে ভিতীকর পরিবেশ সৃষ্টি হয়। পরে এঘটনায় পৃথক দুটি জিডি করা হয়। জিডিতে নিরাপত্তার পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ বলেন,‘ জিডি গুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বুধবার সকালে একই বিষয়ে পুলিশ সুপার বরাবর একটি পৃথক অভিযোগ দায়ের করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেম্বার অব কর্মাসের সভাপতি সিরাজুল হক। প্রসঙ্গত, সিরাজুল হক একাধারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং আদিতমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। অন্যদিকে তার ভাতিজা সাইফুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি, জেলা পরিষদ সদস্য এবং জেলা চেম্বার অব কমার্সের পরিচালক।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ