১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মাকে নিয়ে বাদশার গান

সংগীতশিল্পী বাদশা বুলবুল

প্রথমবার মাকে নিয়ে গান গাইলেন সংগীতশিল্পী বাদশা বুলবুল। গীতিকবি আকিল এলাহীর লেখা ‘মা’ শিরোনামের গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন। গানটির সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং সংগীতায়োজন করেছেন জেকে মজলিস।

তবে করোনা পরিস্থিতির কারণে এখনো গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হয়নি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে শিগগিরই প্রকাশের ইচ্ছা রয়েছে বাদশা বুলবুলের।

বাদশা বুলবুলের মা মিসেস মনোয়ারা বেগম প্রয়াত হয়েছেন ২০১৪ সালের ৯ জুন। মায়ের মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক ওয়ালে গানের কিছু অংশ শেয়ার করেছেন বাদশা বুলবুল।

সেখানে বাদশা বুলবুল লিখেছেন, আজকের এই দিনে মা আমার তারার আকাশে চলে গেছেন, আর ওখান থেকে হয়ত বলছে, বাবা তোমরা কেমন আছো? আছি মা, ভালোই আছি, তোমাকে ছাড়া কি বেশি ভালো থাকা যায়? যায় না। গানটা তোমার জন্য, গানটা শুনে বইলো কেমন হইসে? ভালো থাকো ‘মা’ আমার।

আধুনিক গানের সফল শিল্পী বাদশা বুলবুল। পরিবারে গানচর্চার সংস্কৃতি থাকায় ছেলেবেলাতেই মায়ের কাছে গানের হাতেখড়ি। তার দুই বোন ডলি সায়ন্তনী ও পলি সায়ন্তনী গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

মাকে নিয়ে বাদশার গান

প্রকাশিত : ০৩:১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

প্রথমবার মাকে নিয়ে গান গাইলেন সংগীতশিল্পী বাদশা বুলবুল। গীতিকবি আকিল এলাহীর লেখা ‘মা’ শিরোনামের গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন করেছেন। গানটির সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং সংগীতায়োজন করেছেন জেকে মজলিস।

তবে করোনা পরিস্থিতির কারণে এখনো গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হয়নি। গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে শিগগিরই প্রকাশের ইচ্ছা রয়েছে বাদশা বুলবুলের।

বাদশা বুলবুলের মা মিসেস মনোয়ারা বেগম প্রয়াত হয়েছেন ২০১৪ সালের ৯ জুন। মায়ের মৃত্যুবার্ষিকীতে নিজের ফেসবুক ওয়ালে গানের কিছু অংশ শেয়ার করেছেন বাদশা বুলবুল।

সেখানে বাদশা বুলবুল লিখেছেন, আজকের এই দিনে মা আমার তারার আকাশে চলে গেছেন, আর ওখান থেকে হয়ত বলছে, বাবা তোমরা কেমন আছো? আছি মা, ভালোই আছি, তোমাকে ছাড়া কি বেশি ভালো থাকা যায়? যায় না। গানটা তোমার জন্য, গানটা শুনে বইলো কেমন হইসে? ভালো থাকো ‘মা’ আমার।

আধুনিক গানের সফল শিল্পী বাদশা বুলবুল। পরিবারে গানচর্চার সংস্কৃতি থাকায় ছেলেবেলাতেই মায়ের কাছে গানের হাতেখড়ি। তার দুই বোন ডলি সায়ন্তনী ও পলি সায়ন্তনী গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার