জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে লালমনিরহটে গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১১ জুন) জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সকাল থেকে ৫’শতাধিক ব্যাক্তিকে দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করার প্রস্তুতি গ্রহন করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন ড. লে. কর্নেল মিসেস তাসনিম ও শিশু রোগ বিশেষজ্ঞ মেজর ইয়াসিন।
রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৩৪ ইষ্ট বেঙ্গলের অধিনায়ক লে.কর্নেল হাফিজুর রহমানের উপস্থিতিতে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনা প্রধান দেশের সকল জেলায় গর্ভবতী মা ও শিশুদের বিনামূল্যে ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদান করার উদ্যেগ গ্রহন করেছেন। সেই উদ্যেগের অংশ হিসেবে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশে লালমনিরহাট জেলায় ভ্রাম্যমান স্বাস্থ্যসেবা প্রদান করছি। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য যে কোনো পরিস্থিতিতে,যে কোনো কাজে ও ভ’মিকায় নিজেকে নিয়োগ করার জন্য প্রস্তুত আছে।
এসময় সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ