“দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করায় দায়ে দুইটি নৌকার ইঞ্জিন আটক ও ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রসাশন।
শুক্রবার (১২জুন)এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।
ইউএনও রুহুল আমিন জানান, প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারিরা হালদায় জাল পাতে সেই কিছু অসাধু ব্যাক্তি ইন্জিন চালিত নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে । গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নাঙলমোড়া ইউনিয়নের হালদা নদীর অংশ থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইটি ইঞ্জিন চালিত নৌকাকে ৪০হাজার টাকা জরিমান করা হয়।
একেই সময় ধলই ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।
উল্লেখ্য “দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মার্চ থেকে জুলাই পর্যন্ত ইঞ্জিনচালিত নৌযান চলাচল, বালি উত্তোলন ও মাছ ধরা নিষিদ্ধ।