১২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে আরো ১৩ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ২ জন, মির্জাপুরে ৯ জন, ঘাটাইল ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা হাসপাতালের আরএমও এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৭ জুন ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন ১৩ জন আক্রান্ত হয়। এখন মোট ৬ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয় ৮৬ জন

আক্রান্তদের মধ্যে পুলিশের নতুন একজন সদস্য রয়েছেন। তিনি পুলিশে নতুন যোগদান করেন। সেই হিসেবে রাজশাহীতে সাব- ইন্সপেক্টর পদে (এসআই) ট্রেনিং করতে যাওয়ার আগে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই পুলিশ সদস্যের নমুনার ফলাফলে পজিটিভ আসে।

এছাড়া নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহেদ আল ইমরান করোনায় আক্রান্ত হন। তার হালকা জ্বর, ঠান্ডা, সর্দি থাকায় নমুনা দেন। বতর্মানে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

হিম্মত ও সততার সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের ইসি

টাঙ্গাইলে আরো ১৩ জনের করোনা শনাক্ত

প্রকাশিত : ০৩:২২:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

টাঙ্গাইলে নতুন করে আরো ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯৬ জনে। আক্রান্তদের মধ্যে সদরে ২ জন, মির্জাপুরে ৯ জন, ঘাটাইল ১ জন এবং নাগরপুর উপজেলায় ১ জন রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা হাসপাতালের আরএমও এবং একজন পুলিশ সদস্য রয়েছেন।

শনিবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান আক্রান্ত হওয়ার নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ৭ জুন ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে শনিবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন ১৩ জন আক্রান্ত হয়। এখন মোট ৬ জনের মৃত্যু হয়, আর সুস্থ হয় ৮৬ জন

আক্রান্তদের মধ্যে পুলিশের নতুন একজন সদস্য রয়েছেন। তিনি পুলিশে নতুন যোগদান করেন। সেই হিসেবে রাজশাহীতে সাব- ইন্সপেক্টর পদে (এসআই) ট্রেনিং করতে যাওয়ার আগে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে ওই পুলিশ সদস্যের নমুনার ফলাফলে পজিটিভ আসে।

এছাড়া নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহেদ আল ইমরান করোনায় আক্রান্ত হন। তার হালকা জ্বর, ঠান্ডা, সর্দি থাকায় নমুনা দেন। বতর্মানে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর