মিরসরাইয়ে হোপ মা ও শিশু হাসপাতাল সিজার ব্যতীত ডেলিভারি করানোর অঙ্গীকার করে এক মত বিনিময় সভার আয়োজন করে স্থানীয় সাংবাদিকদের সাথে। রবিবার ( ১৪ জুন) মিরসরাই সদরস্থ হোপ মা ও শিশু হাসপাতালের মিলনায়তন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হোপ মা ও শিশু হাসপাতালের নতুন চেয়ারম্যান শাখের ইসলাম রাজু কমিশনার, হাসপাতালের বিভিন্ন সেবা প্রদানে আশ্বস্ত করে আলোচনা করেন ব্যাবস্থাপিকা ডাঃ খালেদা আক্তার ও ডাঃ রঞ্জন।
পরিচালক ও ব্যাবস্থাপকগন বলেন বর্তমানে সিজারের কারনে মানুষ হাসপাতালের সেবা বিমুখ হচ্ছে। সিজারের কারনে সমাজে বিরুপ প্রভাব পড়ছে।
স্বাস্থ্যখাত ও ডাক্তারদের উপর আস্থা হারাচ্ছে চিকিৎসা সেবা গ্রহীতারা। তাই আমরা এই হাসপাতালের পক্ষ থেকে সিজার ব্যতীত বাচ্চা জন্মদানে মায়েদের সহযোগিতা ও চিকিৎসা নিশ্চিত করতে চাই।
উপস্থিত সাংবাদিক পরিবারদের মা ও শিশু বিষয়ক সকল ধরনের চিকিৎসা সহায়তা দেয়ারও অঙ্গীকার করেন হাসপাতাল কতৃপক্ষ।
তারা বলেন মিরসরাইয়ের সাংবাদিক পরিবারের সদস্যদের চিকিৎসায় ঔষধ ব্যাতিত অন্য কোন চার্জ গ্রহন করবেন না।
পরিচালক শাখের ইসলাম রাজু বলেন, আমাদের হাসপাতালের মালিকানা নিয়ে কিছু জটিলতা ছিল আমরা সেসব জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের মতো করে সেবা মুখি একটি হাসপাতাল আপানাদের উপহার দিতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
সাংবাদিকদের পক্ষথেকে সংক্ষিপ্ত আলোচনা করেন মিরসরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক শরফুদ্দিন কাশ্মীর এছাড়া উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিজনেস বাংলাদেশ / আতিক






















