নড়াইলের কালিয়া থানার পুলিশ কনেষ্টবল আলমগীর হোসেন (২৮) তার নিজের সরকারি শর্টগানের গুলিতে আহত হয়েছেন বলে জানা গেছে। আহতকে প্রথমে কালিয়া হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ওই থানার অভ্যন্তরে ওই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
কালিয়া থানা সূত্রে জানা গেছে,সোমবার সকালে কনেষ্টবল আলমগীর হোসেন তার নিজের নামে বরাদ্দ থাকা সরকারি শর্টগানটি অসাবধানতা বশত গুলি ভর্তি অবস্থায় পরিস্কার করার সময় একটি গুলি বিস্ফোরিত হয়ে আলমগীরের বাম হাতের আঙ্গুলে বিদ্ধ হয়।
কালিয়া থানা মো. রফিকুল ইসলাম বলেন, অস্ত্র পরিস্কারের সময় চেম্বারে গুলি উঠে ছিলো এটা টের পাইনি,তাই গুলি লেগেছে,বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিজনেস বাংলাদেশ / আতিক


























