করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নুরুল হক মারা গেছেন। বুধবার ভোররাত ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. আব্দুর রব বলেন, করোনায় আক্রান্ত ডা. নুরুল হক গত ৩ দিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে প্লাজমা থেরাপিও দেওয়া হয়েছিল। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।
ডা. নুরুল হক গত ১৯ বছর ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে কর্মরত ছিলেন বলেও জানিয়েছেন তিনি।
নিয়ে এ পর্যন্ত দেশে ৩৫ জন চিকিৎসক করোনায় মারা গেছেন বলে জানা গেছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ