মারা গেলেন বলিউড অভিনেতা আলি ফজলের মা উজমা ৷ বুধবার সকালে লাখনউতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতার মা৷
মায়ের মৃত্যুর খবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেন আলি ফজল।
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন ফুকরে অভিনেতা। বর্তমানে যে পরিস্থিতি, সেখানে প্রত্যেক ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছে কিছুটা সময় একা থাকার আবেদন জানিয়েছেন।
বহুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতার মা উজমা৷ বুধবার সকালে শারীরিক অবস্থার অবণতি ঘটে৷ আর তারপরেই লাখনউয়ে নিজ বাসাতেই মারা যান তিনি৷ মায়ের মৃত্যুর পর মাকে নিয়ে ট্যুইটারে অভিনেতা আলি ফজল লেখেন, মিস ইউ আম্মা৷ তোমার আর আমার এতটাই সফর ছিল একসঙ্গে৷ তুমিই আমার প্রতিভার উৎস৷ তোমাকে ছাড়া থাকব কী করে? ভাষা খুঁজে পাচ্ছি না ৷
এদিকে আলি ফজলের সঙ্গে রিচা চাড্ডার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে কথা শোনা যাচ্ছিল। যদিও করোনা এবং পরে লকডাউনের জেরে তাঁদের বিয়ে পিছিয়ে যায় বলেই জানা যায়।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার


























