১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ভারতে লেকের পানি হঠাৎই গোলাপি!

গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারছে গোলাপি রঙের হ্রদ। না! একেবারেই কল্পনা নয়, অস্ট্রেলিয়ায় এমন অসংখ্য গোলাপি হ্রদ রয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন মিডল আইল্যান্ডে রয়েছে অন্যতম বিখ্যাত গোলাপি হ্রদ লেক হিলিয়ার। লেক হিলিয়ারের কথা এরইমধ্যে প্রায় সারাবিশ্বই জানে।

তবে সম্প্রতি গোলাপি জলরাশির দেখা মিলেছে ভারতে। অবাক হচ্ছেন? হ্যাঁ খোদ ভারতের মহারাষ্ট্রের বুল্ধানা জেলায় অবস্থিত লোনার হ্রদের পানির রঙের এমন আকস্মিক পরিবর্তন দেখা যায়। এ নিয়ে দেশটির বাসিন্দা ও গবেষকদের মনে নানা ধরনের প্রশ্ন ও কৌতূলের সৃষ্টি হয়েছে।

২০২০ সালের ১২ জুন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায় এই লেকের কথা। লোনার হ্রদ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া একটি গ্রহাণুর আঘাতে সৃষ্টি হয়েছে। হঠাৎ করে হ্রদটির পানির রঙের এমন পরিবর্তন হওয়ায় এ নিয়ে স্থানীয় গবেষকদের মনেও সৃষ্টি হয়েছে নানা কৌতূহল।

স্থানীয় গবেষকরা ইতোমধ্যে হ্রদটির পানি সংগ্রহ করে এর রং পরিবর্তনের কারণ খুঁজতে শুরু করেছেন। তবে এখনো এই রং পরির্তনের সঠিক কারণ বুঝতে পারেননি তারা। গবেষকদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি পেলে অথবা পানিতে থাকা লাল বর্ণের জলজ শৈবালের কারণে অথবা দুটোর সম্মিলিত প্রভাবের ফলেও পানির রঙের এমন পরিবর্তন হতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি লোনার হ্রদের পানির রং পরিবর্তনের একটি ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটারে। পোস্টটি করেছেন স্থানীয় ভূতত্ত্ববিদ গজানন খারাত। ওই টুইট পোস্টে তিনি জানান, এর আগেও হ্রদটির পানির বর্ণ পরিবর্তন হতে দেখা গেছে। তবে কোনোবারই এবারের মতো এতটা স্পষ্ট ও দৃশ্যমান ছিল না।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, চলতি বছরে হ্রদটির পানির লবণাক্ততা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই পানির রং লোহিত বা আংশিক গোলাপি বর্ণ ধারণ করেছে। অথবা লাল রঙের জলজ শৈবালের উপস্থিতির কারণে এমনটা হয়েছে। তীব্র উত্তাপে হ্রদটির পানি অনেকটা শুকিয়ে যাওয়ায় এই রং পরিবর্তন আরো তীব্রভাবে দৃশ্যমান হয়েছে।

তবে লোনার হ্রদের পানির রং কেন এমন পরিবর্তন হল তা নিয়ে গবেষণা চালিয়েই যাচ্ছেন গবেষকরা। গজানন আরো জানান, হৃদটির পানির রং আকস্মিভাবে পরিবর্তন হওয়ার কারণ অনুসন্ধান করার জন্য ইতোমধ্যে দেশটির নানা গবেষণাগারে পানির নমুনা পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পরই এর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, দেশ-বিদেশে পর্যটকদের কাছে লোনার হ্রদ খুবই জনপ্রিয়। পাশাপাশি এটি সৃষ্টির পেছনে ঐতিহাসিক কারণ থাকায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই হৃদ নিয়ে গবেষণা করছেন। অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত গ্রেট সল্ট লেকের পানির কিছু অংশে এমন গোলাপি আভা দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/এ আর

জনপ্রিয়

চলমান তাপদাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

ভারতে লেকের পানি হঠাৎই গোলাপি!

প্রকাশিত : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

গাছপালার ফাঁক দিয়ে উঁকি মারছে গোলাপি রঙের হ্রদ। না! একেবারেই কল্পনা নয়, অস্ট্রেলিয়ায় এমন অসংখ্য গোলাপি হ্রদ রয়েছে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন মিডল আইল্যান্ডে রয়েছে অন্যতম বিখ্যাত গোলাপি হ্রদ লেক হিলিয়ার। লেক হিলিয়ারের কথা এরইমধ্যে প্রায় সারাবিশ্বই জানে।

তবে সম্প্রতি গোলাপি জলরাশির দেখা মিলেছে ভারতে। অবাক হচ্ছেন? হ্যাঁ খোদ ভারতের মহারাষ্ট্রের বুল্ধানা জেলায় অবস্থিত লোনার হ্রদের পানির রঙের এমন আকস্মিক পরিবর্তন দেখা যায়। এ নিয়ে দেশটির বাসিন্দা ও গবেষকদের মনে নানা ধরনের প্রশ্ন ও কৌতূলের সৃষ্টি হয়েছে।

২০২০ সালের ১২ জুন মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায় এই লেকের কথা। লোনার হ্রদ ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে ৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি প্রায় ৫০ হাজার বছর আগে পৃথিবীতে আছড়ে পড়া একটি গ্রহাণুর আঘাতে সৃষ্টি হয়েছে। হঠাৎ করে হ্রদটির পানির রঙের এমন পরিবর্তন হওয়ায় এ নিয়ে স্থানীয় গবেষকদের মনেও সৃষ্টি হয়েছে নানা কৌতূহল।

স্থানীয় গবেষকরা ইতোমধ্যে হ্রদটির পানি সংগ্রহ করে এর রং পরিবর্তনের কারণ খুঁজতে শুরু করেছেন। তবে এখনো এই রং পরির্তনের সঠিক কারণ বুঝতে পারেননি তারা। গবেষকদের মতে, পানির লবণাক্ততা বৃদ্ধি পেলে অথবা পানিতে থাকা লাল বর্ণের জলজ শৈবালের কারণে অথবা দুটোর সম্মিলিত প্রভাবের ফলেও পানির রঙের এমন পরিবর্তন হতে পারে। তবে এটি এখনো নিশ্চিত নয়।

সম্প্রতি লোনার হ্রদের পানির রং পরিবর্তনের একটি ভিডিও টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওটি পোস্ট করা হয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকারের পর্যটন বিভাগের টুইটারে। পোস্টটি করেছেন স্থানীয় ভূতত্ত্ববিদ গজানন খারাত। ওই টুইট পোস্টে তিনি জানান, এর আগেও হ্রদটির পানির বর্ণ পরিবর্তন হতে দেখা গেছে। তবে কোনোবারই এবারের মতো এতটা স্পষ্ট ও দৃশ্যমান ছিল না।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, চলতি বছরে হ্রদটির পানির লবণাক্ততা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই পানির রং লোহিত বা আংশিক গোলাপি বর্ণ ধারণ করেছে। অথবা লাল রঙের জলজ শৈবালের উপস্থিতির কারণে এমনটা হয়েছে। তীব্র উত্তাপে হ্রদটির পানি অনেকটা শুকিয়ে যাওয়ায় এই রং পরিবর্তন আরো তীব্রভাবে দৃশ্যমান হয়েছে।

তবে লোনার হ্রদের পানির রং কেন এমন পরিবর্তন হল তা নিয়ে গবেষণা চালিয়েই যাচ্ছেন গবেষকরা। গজানন আরো জানান, হৃদটির পানির রং আকস্মিভাবে পরিবর্তন হওয়ার কারণ অনুসন্ধান করার জন্য ইতোমধ্যে দেশটির নানা গবেষণাগারে পানির নমুনা পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার পরই এর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

প্রসঙ্গত, দেশ-বিদেশে পর্যটকদের কাছে লোনার হ্রদ খুবই জনপ্রিয়। পাশাপাশি এটি সৃষ্টির পেছনে ঐতিহাসিক কারণ থাকায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই হৃদ নিয়ে গবেষণা করছেন। অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে অবস্থিত গ্রেট সল্ট লেকের পানির কিছু অংশে এমন গোলাপি আভা দেখা গেছে।

বিজনেস বাংলাদেশ/এ আর