মানুষের জীবনে বন্ধু এক অদৃশ্য আশ্রয়। যে আশ্রয়ে না বলা কথাগুলোও বুকে গাঁথা থাকে, যে পাশে দাঁড়ায় কোনো শর্ত ছাড়াই।
বন্ধুত্ব মানে চোখের চাহনিতে, হালকা এক হাসিতে কিংবা নিঃশব্দে কাঁধে হাত রাখার সেই ভরসা— যা শব্দ ছাড়াও অনুভব করা যায়। সেই বন্ধুগুলোর সাথে হয়তো নিয়মিত দেখা হয় না, আড্ডার ধরনও হয়তো বদলে গেছে, তবু বছরের এই একটা দিন ফিরে আসে পুরোনো বিকেলগুলোকে মনে করিয়ে দিতে… আজ সেই বন্ধুত্বের জয়গান গাওয়ার দিন।
বন্ধুত্ব উদযাপনের সূচনা আধুনিককালে হলেও, মানুষের হৃদয়ে এর শেকড় অনেক গভীরে। এক শতাব্দী আগেও ‘বন্ধু দিবস’ নামে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। ১৯৩০-এর দশকে মার্কিন উদ্যোক্তা জয়েস ক্লাইড হল প্রথম ‘বন্ধু দিবস’ পালনের ধারণা আনেন। পরে ১৯৫৮ সালে প্যারাগুয়ের চিকিৎসক র্যামন আর্তেমিও ব্রাচো এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব দেন। আর জাতিসংঘ ২০১১ সালে ৩০ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘আন্তর্জাতিক বন্ধু দিবস’ ঘোষণা করে।
তবে বাংলাদেশ ও ভারতসহ অনেক দেশেই আগস্টের প্রথম রোববার বন্ধু দিবস হিসেবে পালন করা হয়। সামাজিকমাধ্যমে এদিন ভরে ওঠে অনুভবের ঝরায়। দেখা যায় ছবির ক্যারোসেল, পুরোনো আড্ডার স্মৃতি অথবা ‘তোকে মনে পড়ে’ বার্তা।
বন্ধু মানে এমন কেউ, যার সঙ্গে কোনো মুখোশ পরে কথা বলতে হয় না। ‘ভালো আছিস?’ বলা লাগে না, কারণ চোখের দৃষ্টিতেই সব বলা হয়ে যায়। বন্ধু মানে চায়ের দোকানে বিকেলের হালকা বাতাস, ক্যাম্পাসের নির্দিষ্ট কর্নার, নদীর পাড়ের নিশ্চুপ হাঁটাচলা কিংবা কোনো সন্ধ্যায় নিঃশব্দে পাশে বসে থাকা।
এই দিনে কেউ কেউ ফোন করে পুরোনো বন্ধুদের, কেউ খুঁজে নেয় সেই পুরোনো আড্ডার জায়গাগুলো। কেউ হয়তো লিখে ফেলে একটি চিঠি—প্রিয় বন্ধুর উদ্দেশে, যা কখনো বলা হয়নি মুখে।
বন্ধুত্বের মানে সময়ের সঙ্গে বদলায় না, শুধু রূপ নেয়। স্কুলের বেঞ্চ থেকে কর্মস্থলের করিডোর— বন্ধুত্ব থাকে, রয়ে যায় অন্তরের গভীরে। আজ সেই সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। আজ বন্ধুত্বের জয়গান গাওয়ার দিন। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
ডিএস./