০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সুনির্দিষ্ট তালিকা পেলে লকডাউন করতে প্রস্তুত

করোনা সংক্রমণের ভিত্তিতে রেড জোনে লকডাউনের সিদ্ধান্ত হলেও সুনির্দিষ্ট তালিকা না থাকায় তা বাস্তবায়ন করতে পারছে না সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বারবার সুনির্দিষ্ট এলাকার তালিকা চেয়েও পাননি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সুনির্দিষ্ট এলাকার তালিকা পেলে কিংবা নির্দিষ্ট বাড়ির ঠিকানা দিলে সেগুলো লকডাউন করতে সিটি করপোরেশন প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র।

রবিবার দুপুরে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট তালিকা আসেনি। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে। আমরা তাদের বারবার বলছি আপনার সুনির্দিষ্ট ম্যাপিং দেন, আমরা বাস্তবায়ন করব। আমরা তাদেরকে বলেছি, ঠিকানাটা আমাদেরকে দেন।

আমরা একটা, দুটি বাড়ি লকডাউন করতে পারি। পূর্ব রাজাবাজারে যে বাড়িগুলোতে সংক্রমণ হয়েছে সে বাড়িগুলো যদি লকডাউন করতে পারতাম, তাহলে পুরো রাজাবাজার কিন্তু লকডাউন করতে হতো না।’

মেয়র আরও বলেন, ‘কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে প্রত্যেককে প্রস্তুত থাকতে বলেছি। এরইমধ্যে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করে অভিজ্ঞতা অর্জন করেছি। সেখানে বিভিন্নজনের বিভিন্ন রকম আবদার! অনেকে যেমন পিৎজা চাচ্ছে তেমনি প্রয়োজনীয় ওষুধও চাচ্ছে। এসব অভিজ্ঞতা নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে পারব।’

বারবার বলার পরেও সুনির্দিষ্ট ম্যাপ মিলছে না জানিয়ে মেয়র বলেন, ‘আমরা বারবার বলার পরেও আজ অবদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ম্যাপিং পাইনি। আমাদের নগরবাসীর জীবন-জীবিকা দুটোই দেখতে হবে। তাই বলবো যদি সুনির্দিষ্ট চিহ্নিত করে দেয়া হয় তাহলে আমরা ওই বাড়িটি লকডাউন করে দিতে পারতাম।

আমাদের বিশেষজ্ঞ কমিটি, টেকিনিক্যাল কমিটি যেভাবে বলবে সেভাবেই কাজ করব। তারা যত তাড়াতাড়ি সুনির্দিষ্ট তালিকা দেবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে পারব।’

বিজনেস বাংলাদেশ/ মে আর

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

সুনির্দিষ্ট তালিকা পেলে লকডাউন করতে প্রস্তুত

প্রকাশিত : ০৭:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

করোনা সংক্রমণের ভিত্তিতে রেড জোনে লকডাউনের সিদ্ধান্ত হলেও সুনির্দিষ্ট তালিকা না থাকায় তা বাস্তবায়ন করতে পারছে না সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বারবার সুনির্দিষ্ট এলাকার তালিকা চেয়েও পাননি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

সুনির্দিষ্ট এলাকার তালিকা পেলে কিংবা নির্দিষ্ট বাড়ির ঠিকানা দিলে সেগুলো লকডাউন করতে সিটি করপোরেশন প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র।

রবিবার দুপুরে এক ভিডিও বার্তায় মেয়র আতিকুল বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট তালিকা আসেনি। শুধু জোন ভাগ করে একটা খসড়া পাঠানো হয়েছে। আমরা তাদের বারবার বলছি আপনার সুনির্দিষ্ট ম্যাপিং দেন, আমরা বাস্তবায়ন করব। আমরা তাদেরকে বলেছি, ঠিকানাটা আমাদেরকে দেন।

আমরা একটা, দুটি বাড়ি লকডাউন করতে পারি। পূর্ব রাজাবাজারে যে বাড়িগুলোতে সংক্রমণ হয়েছে সে বাড়িগুলো যদি লকডাউন করতে পারতাম, তাহলে পুরো রাজাবাজার কিন্তু লকডাউন করতে হতো না।’

মেয়র আরও বলেন, ‘কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে প্রত্যেককে প্রস্তুত থাকতে বলেছি। এরইমধ্যে আমরা পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করে অভিজ্ঞতা অর্জন করেছি। সেখানে বিভিন্নজনের বিভিন্ন রকম আবদার! অনেকে যেমন পিৎজা চাচ্ছে তেমনি প্রয়োজনীয় ওষুধও চাচ্ছে। এসব অভিজ্ঞতা নিয়ে অন্যান্য জায়গায় কাজ করতে পারব।’

বারবার বলার পরেও সুনির্দিষ্ট ম্যাপ মিলছে না জানিয়ে মেয়র বলেন, ‘আমরা বারবার বলার পরেও আজ অবদি স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ম্যাপিং পাইনি। আমাদের নগরবাসীর জীবন-জীবিকা দুটোই দেখতে হবে। তাই বলবো যদি সুনির্দিষ্ট চিহ্নিত করে দেয়া হয় তাহলে আমরা ওই বাড়িটি লকডাউন করে দিতে পারতাম।

আমাদের বিশেষজ্ঞ কমিটি, টেকিনিক্যাল কমিটি যেভাবে বলবে সেভাবেই কাজ করব। তারা যত তাড়াতাড়ি সুনির্দিষ্ট তালিকা দেবে আমরা তত তাড়াতাড়ি কাজ করতে পারব।’

বিজনেস বাংলাদেশ/ মে আর