০২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

আইনমন্ত্রীর করোনা নেগেটিভ

শারীরিক নমুনা পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে দাপ্তরিক কাজ করছেন।

রবিবার সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে। পরে রাতে ফলাফল তার কোভিড-১৯ নেগেটিভ আসে।

সোমবার বিকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, আইনমন্ত্রী আনিসুল হকের করোনা নেগেটিভ এসেছে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। আল্লাহর রহমতে সুস্থ আছেন। বাসায় থেকেই দাপ্তরিক কাজ করছেন।

এদিকে করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আ ক ম মোজাম্মেল হকের ফলাফলও নেগেটিভ এসেছে। রবিবার তিনি সুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে মন্ত্রী করোনা পরীক্ষা করান।

এদিকে করোনার ফলাফল নেগেটিভ আসায় আইনমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে, দেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।’

বিজনেস বাংলাদেশ/ মে আর

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

আইনমন্ত্রীর করোনা নেগেটিভ

প্রকাশিত : ০৬:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০

শারীরিক নমুনা পরীক্ষার ফলাফল করোনা নেগেটিভ এসেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাসা থেকে দাপ্তরিক কাজ করছেন।

রবিবার সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে। পরে রাতে ফলাফল তার কোভিড-১৯ নেগেটিভ আসে।

সোমবার বিকালে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজাউল করিম জানান, আইনমন্ত্রী আনিসুল হকের করোনা নেগেটিভ এসেছে। তিনি কোভিড-১৯ এ আক্রান্ত নন। আল্লাহর রহমতে সুস্থ আছেন। বাসায় থেকেই দাপ্তরিক কাজ করছেন।

এদিকে করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আ ক ম মোজাম্মেল হকের ফলাফলও নেগেটিভ এসেছে। রবিবার তিনি সুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে মন্ত্রী করোনা পরীক্ষা করান।

এদিকে করোনার ফলাফল নেগেটিভ আসায় আইনমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন। মন্ত্রী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে, দেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন।’

বিজনেস বাংলাদেশ/ মে আর