আলোচিত চিত্রনায়িকা পরীমনি তিন বছর আগে ‘বাহাদুরী’ ছবিতে অভিনয় শুরু করেন। এরপর গত বছরের জানুয়ারিতে ছবিটির কাজ শেষ হওয়ার পরও মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক শফিক হাসান।
এই নির্মাতা জানান, চলতি মাসেই ‘বাহাদুরী’ ছবি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশের সব সিনেমা হল বন্ধ থাকায় ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
তিনি আরো জানান, অনলাইনের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবি মুক্তি দিলেও এর লগ্নিকৃত অর্থ উঠে আসবে কিনা সেটাও বলা কঠিন। তাই ছবিটি নিয়ে দুশ্চিন্তায় আছেন প্রযোজক ও ছবি-সংশ্নিস্টরা।
‘বাহাদুরী’ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করতে দেখা যাকে সাইমন সাদিককে। ছবির আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও মৌ খান।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার