উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি অনেকটা সুস্থ হয়ে ওঠছেন। বর্তমানে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় যাতে উখিয়া-টেকনাফের মানুষের সেবায় নিয়োজিত হতে পারে সেজন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন বলে জানান বদির ব্যক্তিগত সহকারী মোঃ আলমগীর।
উখিয়া-টেকনাফের বর্তমান সাংসদ ও বদির স্ত্রী শাহীন আক্তার করোনা আক্রান্ত বদির নিয়মিত দেখভাল করতেছেন। উল্লেখ্য যে,গত শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বদির করোনা পজিটিভ ধরা পড়ে।
করোনা উপসর্গ নিয়ে বদি স্বস্ত্রী সহ কক্সবাজার নিজ বাড়িতে অবস্থান করে তাদের দুজনের নমুনা জমা দেন কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে।
বেশ কয়েকদিন পর তাদের মধ্যে বদির করোনা পজিটিভ রিপোর্ট আসলেও তার স্ত্রী বর্তমান সাংসদ শাহীন আক্তারের করোনা নেগেটিভ রিপোর্ট আসে।তবে শাহীন আক্তার টাইফয়েডে আক্রান্ত হয়েছে বলে জানা যায়।






















