গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুটি গ্রামের সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে গেছে গাইবান্ধা-বালাসীঘাট সড়ক।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ায় ডুবে গেছে বিস্তীর্ণ ফসলি জমি ও পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।
এতে করে খাবার, বসবাস, বিশুদ্ধ পানি ও নিষ্কাশন ব্যবস্থার কষ্টে ভুগতে হচ্ছে মানুষদের। শুরু হয়েছে নদীভাঙনও।
বিপত্সীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, আগামী দুই থেকে তিন দিন আরো পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
এতে করে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হতে পারে।এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।
ফুলছড়ি ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।